
আবাস যোজনার তালিকা List
উপভোক্তাদের নামচাঁটাই ও অনিশ্চয়তা | বাংলার আবাস যোজনার তালিকায় সাম্প্রতিক সময়ে প্রায় ৪ লক্ষ অধিক উপভোক্তাদের নাম বাদ পড়েছে | প্রশাসন কর্তৃপক্ষের খবর অনুযায়ী ১৪ নভেম্বরের মধ্যে এই তালিকার পুনর্যাচাই এর কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেয়া হয়েছে | এরপর পুনরযাচাইয়ের কাজ শেষ হলে তালিকাটি ২৭ নভেম্বরের মধ্যে ব্লক অফিস মহাকুমা দপ্তর ও জেলা শাসকের কার্যালয়ে প্রদর্শন করা হবে | তালিকা প্রকাশের পর যদি কোন ব্যক্তি আপত্তি জানাতে চান তবে সেই ব্যক্তি আপত্তি জানাতে পারবেন |
এছাড়াও ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রাম সবাই তালিকা চূড়ান্তকরণ নিয়ে একটি বৈঠক হবে | কিন্তু বিপুল সংখ্যায় তালিকা থেকে নাম ছাঁটাই হওয়ায় তালিকায় চূড়ান্তকরণের সময়সীমা বজায় রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে |
আবাস যোজনা রাজ্যজুড়ে ছাঁটাই: গড়ে ২২ শতাংশ বেশি
এই সমীক্ষায় রাজ্য জুড়ে প্রায় ৪ লক্ষ ১৮ হাজার উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে | এটি পঞ্চায়েত ও গ্রাম্যন্নয়ন দপ্তর থেকে জানিয়েছে | যামুট তালিকার প্রায় ২২ শতাংশ |
নদিয়া ও পশ্চিম বর্ধমানের ছাঁটাইয়ের হার অনেকটাই বেশি | নদীয়া জেলায় প্রায় ৫২ হাজার উপভোক্তা বাদ পড়েছেন যা মোট এই তালিকার ৩৭ শতাংশ | এর পাশাপাশি মালদহ ও হাওড়া ও মুর্শিদাবাদ ছাঁটাইয়ের হার বেশি দেখা গিয়েছে |
পুনর্যাচাই এর প্রয়োজনীয়তা
তালিকায় নাম বাদ পড়ায় অনেক উপভোক্তা ক্ষুব্ধ হয়েছেন | বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত উপভোক্তারা জানতেই পারেনি যে তাদের নাম বাদ গেছে | এই নিয়ে প্রশাসনু উদ্বিগ্ন ১৪ ই নভেম্বর পর্যন্ত নতুন করে নাম সংযোজনের এর কাজ চলবে |
প্রথম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত স্তরে সমীক্ষার পর পঞ্চায়েত দপ্তর থেকে বিডিওদের পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পুনঃযাচাই প্রক্রিয়ার মাধ্যমে বাদ পড়া কিছু নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হচ্ছে |
সরকারের অভিযান ও আর্থিক সীমাবদ্ধতা
রাজ্য সরকার চাইছে তালিকা থেকে বাদ পড়া কিছু উপভোক্তাকে পুনরায় অন্তর্ভুক্ত করতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রয়োজন হলে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করে এই যোজনা বাস্তবায়ন করা হবে |
সাম্প্রতিক সময়ে কেন্দ্র থেকে প্রাপ্ত জিএসটি ক্ষতিপূরণ ফান্ড এই প্রকল্পে বরাদ্দ করার পরিকল্পনা চলছে |
তালিকায় নতুন নির্দেশিকা
অক্টোবরের শেষের দিকে জেলাশাসকদের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয় বেশি সংখ্যায় উপভোক্তার নাম বাদ পড়া সেই সমস্ত এলাকাগুলির ক্ষেত্রে আবার নতুন করে যাচাই করতে হবে | প্রথমে ঘরে ইটের দেওয়াল থাকলেই নাম বাদ দেওয়া হত তবে এখন বলা হয়েছে | পাকা ছাদ না থাকলে সেই নাম তালিকায় রাখা যাবে |
এভাবে নিয়মের পরিবর্তন ও পুনঃযাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, যদিও কাজ শেষ করতে বেশ কিছুটা সময় লাগবে |
Bangla Awas Yojana Survey Update:- Click Here

হ্যালো বন্ধুরা, আমার নাম ( Yusuf Sheikh ) আমি একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর। আমি নদীয়া জেলাতে বাসকরি । আমি অনলাইনে বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করে থাকি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমি প্রতিদিন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রকল্পের আপডেট দিয়ে থাকি, ইউটুব চ্যানেল এর নাম Prokolper Thikana
ধন্যবাদ